অন্নপ্রাশন হল একটি অন্যতম শুভ এবং বিশেষ অনুষ্ঠান, যা শিশুর প্রথমবার শক্ত খাবার গ্রহণের মুহূর্তকে চিহ্নিত করে। সম্প্রতি আমাদের পরিবারের ছোট্ট সদস্য, সিন্ধুজা, তার অন্নপ্রাশন সম্পন্ন করল। এটি আমাদের জন্য ছিল এক আনন্দঘন এবং স্মৃতিময় অভিজ্ঞতা।সিন্ধুজার অন্নপ্রাশনের জন্য আমরা অনেক দিন আগে থেকেই পরিকল্পনা শুরু করেছিলাম।
সমুদ্রজয়ী
বাবার ঔরসে,এলেম বাবার
কোলে
সিন্ধুজা
নামটি তাই বাবার কথা
বলে।
মায়ের
গর্ভে কতোশত,গল্প শুনেছি যতো
ঘুতু
হয়ে আদর সোহাগ,খাচ্ছি
অবিরত।
সুপ্রীতি দিল নাম ঠাম্মা ভালবেসে,
মিস্টিদিদি বললে মন,খিলখিলিয়ে হাসে।
পিসির নাম অতি মধুর,সুকন্যা বলে ডাকে
ঈশ্বর যেনো গড়ে আমায়,সুযোগ্যা হয়ে ধরণী পরে।
কথার
ডালা সাজে যেনো আমার
বচনে,
ভালবাসার
ঝুরি আমি থাকি মাসির
দুনয়নে।
দাদাই
দিদান আদর করে নাম দিল রোশনি,
বিপদ সব কেটে যাবে আমিই যে তেজস্বিনী।
বিয়ানকা নাম রাখিল মামাই আদর করে,
শুভ্র যেন থাকি সদা দেহমন জুড়ে।
অমিত কাকু জ্ঞানী মানুষ কিবা যোগ পেল
প্রকৃতি নামটি দিয়ে,দায়িত্ব কাঁধে দিল।
নিরাপদ
বাসা আমাদের বাড়িওয়ালা ভাল
পুণ্য
তিথিতে জন্ম আমার তাই
দোলা নামটি দিল।
এতো
দিন দুধ খেয়েছি,তোমরা
নেড়োছো মুখ
উপাসনা
হয়ে আজ ভাত খাব,
জ্যাঠুর
কোলে, ঘুচবে অসুখ।
-কবিতায় Sujoy Acharjee
Author and Snaps taken by
0 Comments